সিলেট রেঞ্জ পুলিশ আন্তঃ চ্যাম্পিয়নশীপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী

কেএম শহীদুল সুনামগঞ্জ:

সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে আজ রবিবার (২১ জানুয়ারি ২০২৪ খ্রি.) বিকালে সিলেট রেঞ্জ আন্তঃ চ্যাম্পিয়নশীপ “টি ২০” ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ করেন সিলেট রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম। খেলা শেষে ডিআইজি চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের খেলোয়াড়দের ট্রফি তুলে দেন। এছাড়া আজকের খেলার ম্যান অব দ্যা ম্যাচসহ টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান, সেরা বোলার, ম্যান অব দ্যা টুর্নামেন্টেদেরকে পুরস্কার প্রদান করা হয়।

এর আগে বিকাল সাড়ে ৪টায় সিলেট রেঞ্জের ডিআইজি সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্সে উপস্থিত হলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্। পরবর্তীতে জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করেন।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, হবিগঞ্জ জেলার পুলিশ সুপার আক্তার হোসেন, বিপিএম (সেবা), সুনামগঞ্জ জেলা ইন-সার্ভিস টেনিং সেন্টারের কমান্ড্যান্ট নিকুলিন চাকমা, সুনামগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাজন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সহকারী পুলিশ সুপার ( ছাতক সার্কেল) রণজয় চন্দ্র মল্লিকসহ টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল দলের খেলোয়াড় এবং বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।

আজ দুপুর ১টায় টুর্নামেন্টের ফাইনাল খেলায় হবিগঞ্জ জেলা পুলিশ ক্রিকেট দল সিলেট জেলা পুলিশ ক্রিকেট দলের মুখোমুখি হয়। ২০ ওভারের খেলায় সিলেট জেলা পুলিশ ক্রিকেট দল টসে জিতে হবিগঞ্জ জেলা পুলিশ ক্রিকেট দলকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। প্রথমে ব্যাট করতে নেমে হবিগঞ্জ জেলা পুলিশ ক্রিকেট দল ২০ ওভার ৯ উইকেটে ১৫৮ রান সংগ্রহ করে। জবাবে সিলেট জেলা পুলিশ ক্রিকেট দল ব্যাট করতে নেমে ১৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৯ রান করে ৭ উইকেটে বিশালভাবে জয়লাভ করে।

টুর্নামেন্ট জুড়ে ভালো খেলায় টুর্নামেন্টে সেরা বোলার মোঃ জনি চৌধুরী, সিলেট জেলা, সেরা ব্যাটসম্যান মোজাহিদ হোসেন, হবিগঞ্জ জেলা, ম্যান অব দ্যা টুর্নামেন্ট আশ্রাফ উদ্দিন, হবিগঞ্জ জেলা নির্বাচিত হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *