ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের সদর উপজেলায় ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রথম পর্যায়ের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির কর্মসৃজন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) উপজেলার খাগডহর ইউনিয়নের খাগডহরসহ বিভিন্ন গ্রামের রাস্তার সংস্কার কাজ পরিদর্শনের মাধ্যমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ বাদল এ কাজের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন- ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সহ ইউপি সদস্যবৃন্দ।
২০২৩-২০২৪অর্থ বছরের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির প্রথম পর্যায়ে খাগডহর ইউনিয়নে রাস্তার কাজ শুরু হয়েছে। এতে ৪০ দিনের কর্মসূচিতে দৈনিক ৪’শ টাকা করে ৯৩ জন শ্রমিক কাজ করছে। কাজ যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য নিয়মিত পরিদর্শন করা হবে বলেও জানান চেয়ারম্যান আবু সাঈদ বাদল।
Leave a Reply