August 31, 2025, 11:20 pm
দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ
আসছে আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান পদে-প্রার্থী হচ্ছেন, মো. তাজির উদ্দিন মেম্বার। উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাটবাজার ও গ্রাম, পাড়া মহল্লায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। এদিকে মোঃ তাজির উদ্দিন আনুষ্ঠানিক ভাবে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেন। তিনি দোয়ারাবাজার উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি, সদর ইউনিয়নের ৩ বারের ইউপি সদস্য, রাজনীতি বিদ ও সমাজ সেবক। এছাড়াও তিনি বন্যা ও করোনা কালিন সময় ত্রাণ সামগ্রী দিয়ে সাধারণ মানুষের পাশে ছিলেন। তিনি দোয়ারাবাজার সদর ইউনিয়নের রায়নগর গ্রামের মৃত ওয়াহিদ বক্সের ছেলে।
সোমবার (২২ জানুয়ারি) বিকালে দোহালিয়া ইউনিয়নের মজুর বাজারে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেন, এসময় উপস্থিত ছিলেন
দোহালিয়া ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক রাজনীতি বিদ এমরাজ তালুকদার, আব্দুল মালিক, মজর আলী, আব্দুল কাদির, মো. শহিদুল ইসলাম, মো. আলা উদ্দিন, মোস্তাফিজুর রহমান, মানিক মিয়া, সুয়েল মিয়া, মিজানুর রহমান, জুনায়েদ আহমেদ রহমত আলী সহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।