যে সমাজে এলিট বহুতল ভবনের প্রাচীর বস্তিবাড়ির টিনফুটো ঘরের কান্নার রোল আটকে দেয়, সে সমাজ বড়জোর বস্তুগত উন্নয়নে এগিয়ে যেতে পারে; কখনো মানবিক উন্নয়নে নয়-এম.ইদ্রিচ অপু

মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার:
শীতার্ত অসহায় দুঃস্থ শতাধিক পরিবারের মাঝে সামাজিক সংগঠন ABETS এর কম্বল বিতরণ করা হয়।রবিবার বিকাল ৪টায় সংগঠনের কার্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব এম.ইদ্রিচ চৌধুরী অপু’র সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এই সময় তিনি বলেন, প্রকৃতির স্বাভাবিকতা মানুষকে স্বর্গসুখে নিমজ্জিত করে। এটি যেমন সত্য, ঠিক সমান বিপরীত আরেকটি সত্য হচ্ছে— এই প্রকৃতির স্বাভাবিকতাই আবার কখনো কখনো অস্বাভাবিক ভয়ংকর, কাল হয়ে দাঁড়ায় মানুষের জন্য! ওই মানুষগুলো তাঁরাই, যাঁরা পেরে ওঠে না প্রকৃতির চিরাচরিত স্বাভাবিকতার সাথে। যাঁরা নিজেদের মানিয়ে নিতে পারে না প্রকৃতির পরিবর্তনজনিত আচরণের সাথে। ফলে— গ্রীষ্ম, বর্ষা, শীত, জলোচ্ছ্বাস আর ঘূর্ণিঝড়; প্রকৃতির প্রভৃত্তি আচরণই যেন তাদের জন্য অভিশাপ! কারণ তাঁরা প্রকৃতির স্বাভাবিকতার কাছে আর্থিক কারণে বড় দুর্বল!
যে সমাজে এলিট বহুতল ভবনের প্রাচীর বস্তিবাড়ির টিনফুটো ঘরের কান্নার রোল আটকে দেয়, সে সমাজ বড়জোর বস্তুগত উন্নয়নে এগিয়ে যেতে পারে; কখনো মানবিক উন্নয়নে নয়। তাই সমাজের প্রত্যাক শ্রেণীর মানুষকে মানবিক হওয়ার আহবান জানান তিনি।এই সময় উপস্থিত ছিলেন,হাশেম বাহাদুর, এমরান হোসেনজীবন,আজিজ,মামুন,আয়ুফুর,রায়হান,নাঈম,শহিদ প্রমূখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *