ময়মনসিংহ সদরে উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী রফিকের গণসংযোগ

ষ্টাফ রিপোর্টারঃ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ময়মনসিংহ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে সাবেক ছাত্রনেতা ও মহানগর আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম রফিক ব্যাপক গণসংযোগ করেছেন। শুক্রবার (১৯জানুয়ারী) দিনব্যাপী তিনি উপজেলার চুড়খাই বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

গণসংযোগকালে রফিকুল ইসলাম রফিক বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। সদর উপজেলা এলাকার উন্নয়নের পাশাপাশি সামাজিক অবক্ষয় রোধে জনসচেতনতা গড়ে তুলবো । এলাকার অনেক যুবক মাদকাসক্ত হয়ে পরিবার পরিজনের দুচিন্তার কারন হয়েছে। অনেক সম্ভ্রান্ত পরিবারের সন্তান সঙ্গ দোষে নেশাগ্রস্ত হয়েছে। আপনাদের মূল্যবান ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হলে পাড়া ও মহল্লায় মহল্লায় গিয়ে নিজ উদ্যোগে মাদক প্রতিরোধে জনসচেতনতা মূলক কাজে উদ্যোগী হব। এ ছাড়াও শিশু বিবাহ রোধ, শিক্ষার গুণগত মান উন্নয়নসহ নানা জনহিতকর কাজ করে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে ভূমিকা রাখবো।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *