January 3, 2025, 4:52 am
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের বিজ্ঞ জেলা ও দায়রা জজ এবং জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা মাজিস্ট্রেট সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নড়াইলের নবনিযুক্ত পুলিশ সুপার। এ সময় আলমাচ হোসেন মৃধা, বিজ্ঞ জেলা ও দায়রা জজ, নড়াইল এবং মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা মাজিস্ট্রেট মোসা: সাদিরা খাতুন, পুলিশ সুপার, নড়াইলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, পুলিশ সুপার জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে ও অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বিজ্ঞ জেলা ও দায়রা জজ এবং জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা মাজিস্ট্রেট গণের সাথে সমন্বয় করে কাজ করার আশা ব্যক্ত করেন।
এ সময় সানা মোঃ মাহরুফ হোসাইন, বিচারক (জেলা ও দায়রা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, নড়াইল; শেখ মোঃ আমিনুল ইসলাম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নড়াইল; মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, এস, এম, কামরুজ্জামান, পিপিএম, নড়াইল; সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অপরদিকে
নড়াইল জেলার নবাগত প্রথম নারী পুলিশ সুপার (এসপি) ছাদিরা খাতুনকে বিভিন্ন ধর্মিয় সংগঠনের সাথে মিলে নড়াইল জেলা ইমাম সমিতির ও ফুলেল শুভেচ্ছা জানান হয়। নড়াইল জেলায় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে তিনি সকল ধর্মের নেতাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেন। উপস্থিত সকলে শান্তি শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন । এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) এস এম কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দোলন মিয়াসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা।