September 17, 2025, 11:43 pm
সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সুজানগরের পদ্মা নদী হতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে পদ্মা নদীর নাজিরগঞ্জ ইউনিয়নের হাট মালিফা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, জেলেরা এদিন পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। সুজানগর থানার(ওসি) আব্দুল হাননান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে পুরুষ ওই ব্যক্তির লাশটির কোনো পরিচয় পাওয়া যায়নি। পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।