January 3, 2025, 3:09 am
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় এক বিধবা নারীকে জোর করে ধর্ষণ চেষ্টার অভিযোগে খুলনার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হয়েছে। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদের জন্য পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনে নির্দেশ দিয়েছে। ঘটনাটি গত ১৮ জুন উপজেলার শিববাটীর রাস্তার মোড় সংলগ্ন ভিকটিমের বসত ঘরে।
মামলা সুত্রে জানাগেছে, উপজেলার শিববাটীর রাস্তার মোড় সংলগ্ন এক বিধবাকে লস্কর ইউনিয়নের স্বরণখালী গ্রামের রমেশ চন্দ্র বাছাড় (৫৫) বিভিন্ন সময় ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। এক পর্যায় রমেশ বাছাড় বিধবাকে বিয়ের প্রস্তব সহ তাহার দায়িত্ব নেয়ার প্রস্তব দেয়। ১৮ জুন রাত সাড়ে ৯ টায় ওই নারী রমেশের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রমেশ জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে। এ ঘটনায় নারী বাদী হয়ে ৩ জুলাই খুলনার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করে। বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদের জন্য পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনে পাঠায়। এ বিষয় রমেশ মন্ডল বলেন, মামলা হয়েছে কিনা আমি জানিনা। তবে ঘটনাটি সত্য না। খুলনা পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনে উপপুলিশ পরিদর্শক সোহেল হোসেন বলেন, মামলার তদন্ত কার্য্যক্রম চলমান রয়েছে।
ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।