August 31, 2025, 11:53 am
মোঃ শহীদ উল্যাহ
জেলা প্রতিনিধি খাগড়াছড়ি।
অদ্য ১৭ জানুয়ারী ২০২৪ ইং খাগড়াছড়ি পান খাইয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে স্বর্গীয় বাবু চাইহ্লাপ্রু চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্টানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মংক্যচিং চৌধুরী সন্মানিত সদস্য খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। বিশেষ অতিথি জনাব ক্যজরী মারমা সন্মানিত সদস্য খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ ইদ্রিস ইউআরসি কর্মকর্তা জনাব রিন্টু চাকমা ও স্বর্গীয় বাবু চাইহ্লাপ্রু চৌধুরীর সুযোগ্যপুত্র ডাঃ ক্যথোয়াই চৌধুরী প্রমুখ ।
স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব নুনুপ্রু মারমা প্রধান শিক্ষক পান খাইয়া পড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষা বৃত্তির এ আয়োজন এর সাথে প্রাক প্রাথমিক ছাত্র ছাত্রী দের বরণ ও মা সমাবেশ সহ আজকের আয়োজন ছিল খুবই গুরুত্বপূর্ণ ও চমৎকার। বিভিন্ন ক্যাটাগরীতে ছাত্র ছাত্রী দের মধ্যে নগদ অর্থ শিক্ষা সামগ্রী ও ক্রেষ্ট প্রদান করা হয়। স্বর্গীয় বাবু চাইহ্লাপ্রু চৌধুরী ছিলেন একজন ভালো শিক্ষানুরাগী। এই মহান ব্যক্তির ঐকান্তিক ইচ্ছা ও ভূমি প্রদানের মাধ্যমে ১৯৫৩সালে এ বিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে। আগামীতে এ শিক্ষা বৃত্তিকে বড় পরিসরে আয়োজনের আশাবাদ ব্যক্ত করে সমাপ্তি ঘোষণা করা হয়।