মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন ২৯-গাইবান্ধা- (সুন্দরগঞ্জ) ১ আসনের নবনির্বাচিত সাংসদ ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ নাহিদ নিগার।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ নাহিদ নিগার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সায়্যিদ মুহম্মদ আমরুল্লাহ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির, প্রকৌশলী মোঃ আব্দুল মান্নাফ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সুমনা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মমিন মন্ডল প্রমূখ।
এসময় নবনির্বাচিত এমপি উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সরকারি সেবা সঠিকভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া তাগিদ দেন। এর আগে এমপি নাহিদ নিগারকে সরকারি কর্মকর্তারা ফুল দিয়ে বরণ করে নেন।
সুন্দরগঞ্জে নবনির্বাচিত এমপির সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময়

Leave a Reply