July 4, 2025, 12:29 pm
মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,
কুমিল্লার মুরাদনগরের কুলুবাড়ি গ্রামের মরহুম মোবারক আলী সরকার ও মরহুম মঞ্জুমা খানমের সুযোগ্য কন্যা ভোরের চেতনা পত্রিকার সহযোগী সম্পাদীকা মিসেস পাপিয়া সরকার তার নিজ গ্রাম কুলুবাড়িতে গরীব ও হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল ও খাবার বিতরন করেন।
স্থানীয় সূত্রে জানা যায় মরহুম মোবারক আলী সরকার ও মরহুম মঞ্জুমা খানমের কন্যারা প্রতিবছর তাদের পিতা ও মাতার স্মরণে গরীবদের সহায়তা করে থাকেন।প্রতিবারের ন্যায় ১৬ ই জানুয়ারি তাদের পৈত্রিক বাড়িতে তাদের সুযোগ্য ছোট কন্যা পাপিয়া সরকার প্রচন্ড শীতের কথা বিবেচনা করে অসহায় শীতার্তদের মাঝে কম্বল ও খাবার বিতরন করেন। এ বিষয়ে
পাপিয়া সরকারের সাথে কথা বলে জানা যায় এ সহযোগিতার ধারা অব্যাহত থাকবে এবং এভাবেই যেন তিনি সবার সেবা করে যেতে পারেন এজন্য সকলের দোয়া কামনা করেন। হতদরিদ্ররা কম্বল ও খাবার পেয়ে অনেক খুশি হয়ে পাপিয়া সরকার ও তার পরিবারের জন্য দোয়া করেন।