August 31, 2025, 5:35 am
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;
পঞ্চগড় জেলা সদরে হারিভাসা ইউনিয়নে বড়বাড়ী গ্রামের আলিফ নুরা আক্তার(১৫) নামে এক নাবালিকা শিক্ষার্থীকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ায় একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের বখাটে ফারুকের পিতা আব্দুল জলিল (২) ফরিদ হোসেন পিতা আব্দুল জলিল (৩) আলাআমিন পিতা মৃত মজিবর ও সোমপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে আলামিনের নামে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল পঞ্চগড় ২০০০ সালের নারী শিশু নির্যাতন দমন আইন সংশোধনী /০৩) এর ৭/৩০ধারায় একটি মামলা দায়ের করেন আলিফ নুরার পিতা আনারুল ইসলাম বাদী হয়ে।
মামলা সূত্রে জানা যায় গত ৪/১/২৪ ইং তারিখ বৃহস্পতিবার সন্ধ্যা ছয় ঘটিকার সময় উপরোক্ত চারজন।
ভুক্তভোগী আনারুলের বাড়ির আশপাশে পূর্বে কিছুদিন ধরে ঘোরাফেরা করছিল বলে আনারুল জানান। আলিফ নুরা আকতার সয়ন ঘর থেকে নিয়ে পালিয়ে চলে যায় এখন পর্যন্ত নিখোঁজ।
অন্যদিকে বখাটে ফারুক গত ২৩/১২ ২০২৩ ইং তারিখে রাত ৯ ঘটিকার সময় গোপনে ঘরের ভিতর ঢুকে আলিফ নুরার মুখ চাপিয়ে ধর্ষণ করে। ভিকটিমের বাবা-মা টের পেলে ফারুক হুমকি দিয়ে পালিয়ে চলে যায়। অবস্থায় মেয়ের বাবা কোন উপায়ান্তর না দেখে পরের দিন গত ২৪/১২ /২৩
মেয়েকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করান এবং পঞ্চগড় সদর থানায় একটি মামলা দায়ের করেন মামলা নং ২৯ পঞ্চগড় সদর থানার ওসি তদন্ত মামলার বিষয়টি নিশ্চিত করেন রঞ্জু আহমেদ। মেয়ের পিতা অসহায় আনারুল ইসলাম জানান বখাটে ফারুকের বিচারের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী আকুল আবেদন করছি।