August 31, 2025, 8:30 am
স্টাফ রিপোর্টার ॥ সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) সংসদীয় আসন থেকে বিপুল ভোটে এমপি নির্বাচিত হওয়ায় ত্রিশাল পৌরসভার সাবেক ৩বারের মেয়র, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ হাজারো জনতার ফুলেল শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত হয়েছেন। নবনির্বাচিত সংসদ সদস্য আনিসুজ্জামান আনিছের প্রতি ভালবাসার বহিপ্রকাশ ঘটাতে ত্রিশাল উপজেলা আওয়ামী পরিবার ও সুশীল সমাজের নেতৃবৃন্দ তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। শুক্রবার বিকালে উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং হাজারো মোটরসাইকেল ও গাড়ী বহর শোভাযাত্রার মাধ্যমে উপজেলা পৌর এলাকা থেকে বগার বাজার সহ বিভিন্ন এলাকা হয়ে একটি বিশাল শোডাউন উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। বগার বাজারে পৌছলে আওয়ামীলীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তিনি কয়েকটি স্থানে পথসভায় বক্তৃতা করেন। নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান বলেন, ছাত্রলীগ থেকে উপজেলা যুবলীগের সভাপতি নির্বাচিত হয়েছিলাম। পরবর্তীতে ত্রিশাল পৌরসভায় ৩বার মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পৌর এলাকার বিভিন্ন উন্নয়ন করার চেষ্টা করেছি। আমি ত্রিশালবাসী ও জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করে ত্রিশালবাসী আমাকে ঋণী করেছে, দোয়া করবেন যেন আমি আপনাদের এ ভালোবাসার প্রতিদান দিতে পারি। সকলের সহযোগীতায় অবহেলিত এই ত্রিশালকে আধুনিক উপজেলা হিসাবে উপহার দিতে চাই। এসময় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি উপজেলার ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রশাসনে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরাও নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা জানান। একই দিনে রাতে গো হাটা ময়দানে ত্রিশাল পৌরসভার উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্যের গণ সংবর্ধনা আয়োজন করা হলে অনুষ্ঠানে নতুন এমপিকো ফুলেল শুভেচ্ছা প্রদান করেন পৌর কাউন্সিলর সহ স্থানীয় জনতা । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনগণের উদ্দেশ্যে ত্রিশালের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে রাস্তাঘাট এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণ সহ ত্রিশালের সার্বিক উন্নয়নের অঙ্গীকার প্রদান করাসহ ত্রিশাল থেকে মাদক নিষিদ্ধ ঘোষণা করেন। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব খলিলুর রহমান। বক্তব্য রাখেন সাবেক সাংসদ ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল নয়নসহ ত্রিশালের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের উপজেলা নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।