August 31, 2025, 8:47 pm
মহিউদ্দীন চৌধুরী, ষ্টাফ রিপোর্টার।।
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে নব-নির্বাচিত সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী বদলেছেন, শিক্ষার গুণগত মান্নোয়নে আগামীতে পটিয়ায় কাজ করা হবে। উন্নত বিশ্ব এবং উন্নয়নশীল বিশ্বেও শিক্ষাবিদদের মনোযোগ আকর্ষণ করে চলেছে। ‘সবার জন্য শিক্ষা’ এবং সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমালা’ ও আন্তর্জাতিক উন্নয়নের সঙ্গে গুণগত শিক্ষার বিকাশের সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পটিয়াসহ সারা দেশে শিক্ষা ব্যবস্থা আরো এগিয়ে নেওয়া হবে। এজন্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ভুমিকা রাখতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় যদি ইভটিজিং, কিশোর গ্যাংয়ের উপদ্রপ দেখা দিলে ছাড় দেওয়া হবে না।
১৩ জানুয়ারি (শনিবার) সকালে পটিয়ার জঙ্গলখাইন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি এ কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ.ক.ম. শামসুজ্জামান চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রাশেদ মনোয়ার, জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন ফরিদ, সাবেক চেয়ারম্যান গাজী ইদ্রিস, জেলা পরিষদের মহিলা সদস্য ফারহানা সেলিম, যুবলীগ নেতক মর্তুজা কামাল মুন্সি, প্রজ্ঞাজোতি বড়ুয়া লিটন।
আলোচনা সভার শুরুতে স্কুলের পক্ষ থেকে ফুল দিয়ে নব নির্বাচিত এমপিসহ অতিথিদের শুভেচ্ছা জানান।