August 31, 2025, 6:33 am
কুমিল্লা থেকে মোঃতরিকুল ইসলাম তরুন,
কুমিল্লার মুরাদনগরের কামাল্লা মাদ্রাসার উত্তর পাশে হাফেজ জাকির ও রিফাত সরকারের নেতৃত্বে অবৈধ ড্রেজার স্থাপন করে বিভিন্ন স্থানে মাটি বালি বিক্রির মৌখিক অভিযোগ দেন সদ্য নির্বাচিত সংসদ আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকারের কাছে। তিনি তাৎক্ষণিক দু বীর মুক্তি যোদ্ধা কমান্ডার হারুন আর বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস কে বিষয়টি দেখবার করে জানাতে বলেন,মুক্তি যোদ্ধা টিম সরজমিন পরিদর্শন করেন এবং অবৈধ ড্রেজিংএর সত্যাতা পেয়ে প্রশাসনের ও এমপি মহোদয় কে জানান,এসময় ঘটনাস্থলে স্থানীয় চেয়ারম্যান মাষ্টার আবুল বাসার গিয়ে এমপি জাহাঙ্গীর আলম সরকারের সাথে যোগাযোগ করে ড্রেজার মেশিন বন্ধ করে দিতে নির্দেশ দেন।এসময় হাফিজ জাকির মেশিন বন্ধ করে দেন। এছাড়া দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সতন্ত্র এমপি জাহাঙ্গীর আলম সরকার জানান মুরাদনগরের মাটি থেকে চাঁদা বাজি, জিবি,অবৈধ ড্রেজিং বন্ধ করা হোক, এটা নির্বাচনি প্রতিশ্রতি,আজ থেকে মুরাদনগরের সকল স্থান থেকে জিবি বন্ধ করে দিয়েছি।