August 31, 2025, 9:33 am
মো. সেলিম মিয়া ফুলবাড়ীয়া প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ -৬ ফুলবাড়ীয়া আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক সরকার ট্রাক প্রতিকে বে-সরকারী ভাবে এমপি নির্বাচিত হয়েছেন । ১০ জানুয়ারি বুধবার সকাল ১০টায় জাতীয় সংসদের শপথকক্ষে সদ্য বিজয়ী সংসদ সদস্য আলহাজ মোঃ আব্দুল মালেক সরকার শপথ গ্রহণ করেছেন। গতকাল সকাল ৯টায় কাতলাসেন বাজারে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা বিনিময় করে মোটর সাইকেল বহরে নবনির্বাচিত এমপি আঃ মালেক সরকার নিজ সংসদীয় আসন ফুলবাড়ীয়া মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে প্রবেশ করে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।
তিনি ফুলবাড়ীয়া সদর ইউনিয়নে তিনবার ইউপি চেয়ারম্যান ও একবার উপজেলা পরিষদ চেয়ারম্যান থাকার পর ক্ষমতা হস্তান্তর করে এবার সংসদ সদস্য হলেন। এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি স্বশিক্ষিত আব্দুল মালেক সরকার আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ৫ বারের সংসদ সদস্য প্রবীন রাজনীতিবিদ এড. মোসলেম উদ্দিন নৌকা প্রতিক এর সাথে প্রতিদ্ব›িদ্বতা করে ৫২হাজার ২৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এড. মোসলেম উদ্দিন নৌকা প্রতিক ভোট পেয়েছেন ৪২ হাজার ৫৫৮ ভোট। আব্দুল মালেক সরকার ২০১৯ সালে ফুলবাড়ীয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন।
নব-নির্বাচিত এমপি আব্দুল মালেক সরকার নির্বাচনে বিজয়ী হওয়ার প্রতিক্রিয়া ব্যাক্তকরে তিনি বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ সন্মান দিয়েছেন। আমি যেন জনগনের সেবাসহ এলাকার উন্নয়নে কাজ করতে পারি।