পাইকগাছা-কয়রা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতি গঠন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছা ও কয়রা উপজেলায় সেবা গ্রহণকারী রোগীদের সেবার মান বৃদ্ধি এবং ডায়াগনস্টিক ও ক্লিনিক সমূহের উন্নত ব্যবস্থাপনার উদ্দেশ্যে পাইকগাছা ও কয়রা উপজেলায় অবস্থিত ক্লিনিক-ডায়াগনস্টিক মালিকদের সমন্বয়ে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি (পাইকগাছা-কয়রা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতি) গঠন করা হয়েছে। পাইকগাছা ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাঃ মোহাঃ শেখ শহীদ উল্লাহকে সভাপতি ও ডাঃ সঞ্জয় কুমার মন্ডল(দিব্য ডায়াগনষ্টিক ও রাজ হাসপাতাল) কে সাধারন সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অনন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি ডাঃ সুজন কুমার সরকার (পাইকগাছা মা ও শিশু” সেবা সদন),ডাঃ প্রশান্ত কুমার মন্ডল(হেলথ্ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার),যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক জি এম শফিকুল ইসলাম(নুরজাহান মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার), সাংগঠনিক সম্পাদক মোঃ রকিবুজ্জামান( ড্রিম ফোর হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার) কোষাধ্যক্ষ প্রভাষক এস রোহতাব উদ্দীন আহমেদ(শিবসা ডায়গনস্টিক সেন্টার) দপ্তর সম্পাদক জি এম খায়রুল ইসলাম(ফারিন হাসপাতাল এন্ড ডায়গনস্টিক),প্রচার সম্পাদক শাহাজামান বাদশা( নিউ মডার্ন ডায়াগনস্টিক কমপ্লেক্স) ,সাংস্কৃতিক সম্পাদক সুধাংশু কুমার মন্ডল(কেয়া ডায়াগনস্টিক সেন্টার) , সমাজ কল্যাণ সম্পাদক শিবরন্জন বাছাড়( ডক্টস ডায়াগনস্টিক সেন্টার) নির্বাহী সদস্য ডাঃ আঃ মজিদ(আল-আমিন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার),তৃপ্তি রন্জন সেন(পাইকগাছা সার্জিক্যাল ক্লিনিক),গৌতম সরকার(বাঁকা সার্জিকালক্লিনিক),কামরুজ্জামান(পাইকগাছা সার্জিক্যাল ক্লিনিক)

ইমদাদুল হক,
পাইকগাছা খুলনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *