July 13, 2025, 5:31 am
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
লালমনিরহাটের ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। গত ৭জানুয়ারী ২০২৪ইং রবিবার থেকে ঘন কুয়াশার ঢাকা এই জেলা। ১০ই জানুয়ারী ২০২৪ইং বুধবার কুড়িগ্রাম আবহাওয়া কার্যালয়ে তথ্য মতে, সকাল ৯টায় এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার পারদ কমে যাওয়ায় লালমনিরহাটের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এ ছাড়া ঘন কুয়াশার কারণে পর্যন্ত এ অঞ্চলে দৃষ্টিসীমা ৫০ মিটারের কম ছিল। কুড়িগ্রাম আবহাওয়া অফিসের সুবল চন্দ্র সকার, বলেন, কয়কদিন থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে লালমনিরহাট জেলা। তাই এই এলাকায় দৃষ্টিসীমা ছিল মাত্র ৫০ মিটার। দুপুর ১২টায় তা বেড়ে দাঁড়িয়েছে ১০০ মিটার। তবে ২ / ১ ঘণ্টার মধ্যে ঘন কুয়াশা কেটে যেতে পারে । এদিকে তীব্র শীত থেকে রক্ষা পেতে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষেরা খড়কুটো জ্বালিয়ে আগুনের উত্তাপ নিচ্ছে। বিশেষ করে নিম্নআয়ের মানুষেরা শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে। এছাড়া জেলা শহর ও উপজেলা শহর গুলো সহ বিভিন্ন সড়কগুলোতে বিভিন্ন যানবাহন হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে ৷ লালমনিরহাটের উপজেলাতে তীব্র শীতের প্রকোপে শীতজনিত রোগীর সংখ্যা হাসপাতালে বেড়েছে। বিশেষ শিশু ও বয়স্ক রোগীদের প্রচণ্ড ভিড় দেখা যাচ্ছে।
হাসমত উল্লাহ ।।