August 31, 2025, 5:28 pm
এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা॥ বানারীপাড়া পৌরসভার বাজারের কামার পট্টিতে অগ্নিকান্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই হয়েছে। সোমবার ৯ জানুয়ারী মধ্যরাত ২.৩০ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা যায়, সোমবার রাত আড়াইটার দিকে বন্দর বাজারের কামার পট্টিতে অগ্নিকান্ডের খবর পেয়ে বানারীপাড়ার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন আয়ত্তে আনার পূর্বেই সুধীর কর্মকার, গণেশ কর্মকার ও ঝালাইকার কৃষকান্ত রায়ের মেশিন ও মালপত্রসহ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই হয়ে যায়।
এছাড়া পাশের রোদেলা শপিং মল আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমান পাঁচ লক্ষাধিক টাকার মত । সময় মতো ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করতে না পারলে আরও বড় ধরণের ক্ষতির হতো। অগ্নিকান্ডের সঠিক কারন জানা যায়নি। তবে ব্যবসায়ীরা জানান বৈদ্যুতিক সর্ট সার্কিটের জন্য এ ঘটনা ঘটতে পারে।
বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ গোলাম ফারুক ক্ষতিগ্রস্তদের ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা জানিয়েছেন। এছাড়া মঙ্গলবার ৯ জানুয়ারী সকালে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ডাক্তার অন্তরা হালদার ও থানার ওসি মাইনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শণ করেন। ইউএনও এসময় ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেন। বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আশরাফী মনির ক্ষতিগ্রস্থদের সহযোগিতা করার কথা জানান। এসময় থানার ইন্সপেক্টর (তদন্ত) মমিন উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মহসিন-উল হাসান প্রমূখ উপস্থিত ছিলেন। #
এস মিজানুল ইসলাম ।।