মোঃ হামিদার রহমান নীলফামারীঃ ৭ জানুয়ারী রোজ রোববার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সারাদেশের ন্যায় নীলফামারী জেলার ৪ টি জাতীয় সংসদীয় আসনের ভোট গ্রহণ শেষে বেসরকারি ভাবে চুড়ান্ত নির্বাচনী ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ নীলফামারী।
চারটি আসনে বিজয়ী হয়েছেন যারা-
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন টানা দুইবারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবতাব উদ্দিন সরকার।
তিনি ১লক্ষ ১৯হাজার ৯শত ২টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী তছলিম উদ্দিন জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীক নিয়ে ২৪ হাজার ৬শত ৬১টি ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
নীলফামারী-২ (সদর) আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন টানা চারবারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর।
তিনি ১লক্ষ ১৯ হাজার ৩শত ৩৯টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন স্বতন্ত্র ট্রাক প্রতীক নিয়ে ১৫ হাজার ৬ শত ৮৪ ভোট পেয়ে পরাজিত হন।
নীলফামারী-৩ (জলঢাকা) আসনে স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন সাদ্দাম হোসেন পাভেল।
তিনি ৩৯হাজার ৩শত ২১টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মার্জিয়া সুলতানা স্বতন্ত্র ঈগল প্রতীক নিয়ে ২৫ হাজার ২শত ৫টি ভোট পেয়ে পরাজিত হন।
নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে স্বতন্ত্র কাঁচি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন সিদ্দিকুল আলম সিদ্দিক তার মোট ভোট ৬৯হাজার ৯শত ১৪টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আহসান আদেলুর রহমান আদেল জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীক নিয়ে ৪১হাজার ৩শত ১৩টি ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
উল্লেখ্য- জেলায় মোট ভোটার সংখ্যা ১৪ লক্ষ ৮৯হাজার ৩১৩জন।
এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৭ লক্ষ ৫০ হাজার ৪শত ৩০ জন এবং মহিলা ভোটার রয়েছে ৭ লক্ষ ৩৮হাজার ৮শত ৭৫ জন।
সুষ্ঠভাবে ভোট গ্রহণের লক্ষে কেন্দ্র গুলোতে ভোট গ্রহণকারী কর্মকর্তা ছিলেন ১০হাজার ৬শত ৪৫জন।
এর মধ্যে প্রিজাইডিং অফিসার ছিলেন ৫শত ৬৩জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৩ হাজার ৩শত ৫৪জন এবং পোলিং অফিসার ছিলেন ৬হাজার ৭শত ৮জন। জেলার চার আসনে রাজনৈতিক ১০ টি দলের মোট ১৭ জন প্রার্থী এবং স্বতন্ত্র ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
নীলফামারী ৪ টি সংসদীয় আসনের নির্বাচনী ফলাফল ঘোষণা

Leave a Reply