মায়ের মাঠে তিন কন্যা

খাইরুল ইসলাম মুন্না বেতাগী বরগুনা প্রতিনিধি।।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনে নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী সুলতানা নাদিরা। নৌকা প্রতীকে ভোট চেয়ে এলাকার মাঠঘাট চষে বেড়াচ্ছেন তার তিন মেয়ে ফারজানা, তিয়াশা ও হাছছানা নাদিরা। তিন মেয়েকে নিয়ে ভোটের মাঠের প্রচারণায় স্থানীয়দের মাঝে আলোচনায় সুলতানা নাদিরা।

সুলতানা নাদিরা বরগুনা সংরক্ষিত নারী আসনের বর্তমান সংসদ সদস্য ও বরগুনা-২ আসনের প্রয়াত সংসদ সদস্য গোলাম সবুর টুলুর স্ত্রী। তার বড় মেয়ে ফারজানা সবুর জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। মেজ মেয়ে সাবরিনা নাদিরা তিয়াশা বাবার রেখে যাওয়া ব্যবসাপ্রতিষ্ঠান মধুমতি টাইলস লিমিটেডের ফাইন্যান্স ডিরেক্টর। ছোট মেয়ে হাছছানা নাদিরা সবুর আইনে ইংল্যান্ড থেকে উচ্চতর ডিগ্রি (বার অ্যাট ল’) নিয়েছেন।

নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকেই সুলতানা নাদিরার তিন মেয়ে ভোটের মাঠে মায়ের সঙ্গে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। তারা বেতাগী, বামনা ও পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী পথে-ঘাটে, সভা ও সমাবেশে, উঠান বৈঠকে মায়ের পক্ষে ভোট প্রার্থনা করছেন। বর্তমান সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরছেন। ৭ তারিখের নির্বাচনে ভোটকেন্দ্রে আসার অনুরোধ জানিয়ে মায়ের পক্ষে ভোট প্রার্থনা করছেন তারা।
বরগুনা-২ আসনের নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক নাদিরা সুলতানার বড় মেয়ে ফারজানা সবুর রুমকি। বিভিন্ন সভা-সমাবেশে তিনি বলেন, এ এলাকায় এসে আমি দাঁড়িয়েছি আমার মায়ের জন্য।

তিনি আরও বলেন, আমার বাবা প্রয়াত সংসদ সদস্য গোলাম সবুর টুলুকে এলাকার ভোটাররা নির্বাচিত করে সংসদে সদে পাঠিয়েছিলেন। পাঠিয়েছিলেন। মা সংরক্ষিত মহিলা এমপি হিসেবে এত দিন সবার পাশে ছিলেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার মায়ের প্রতি আস্থা রেখে আবারও নৌকা প্রতীকে মনোনীত করে এলাকায় পাঠিয়েছেন। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটারদের কাছে আবারও নৌকা প্রতীকে ভোট চাইছি।

ছোট মেয়ে হাছছানা নাদিরা সবুরের আশা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তার মা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সুলতানা নাদিরার নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *