ম্যাজিস্ট্রেট এর স্বাক্ষর নকল করে টিসিবির পন্য উত্তোলনের অভিযোগ

রতন দে,মাদারীপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের বানিজ্য শাখার নির্বাহি ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মুজিবুর ইসলামের স্বাক্ষর নকল করে টিসিবির ১৬ টি ডিলারের পন্য উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে জাকির হোসেনের বিরুদ্ধে।
মাদারীপুর টিসিবির আঞ্চলিক কার্যালয় অফিস সুত্রে জানাযায়, জেলা প্রশাসকের কার্যালয়ের ব্যাবসা ও বানিজ্য শাখার কম্পিউটার অপারেটর মোঃ সাব্বির এর মাধ্যমে টিসিবির ডিলার মো:জাকির হোসেন ১৬ টি ডিলার এর পন্য উত্তোলনের জন্যে ফরিদপুর জেলা প্রশাসকের ব্যাবসা ও বানিজ্য শাখার নির্বাহি ম্যাজিস্ট্রেট জনাব মো মুজিবুল ইসলাম এর স্বাক্ষর নকল করে। পরবর্তীতে এই নকল স্বাক্ষর যুক্ত প্রায় ১৮,০০,০০০/-(আঠারো লক্ষ টাকার) ডিউ লেটার এর মাধ্যেমে মাল উত্তোলনের জন্যে মাদারীপুর টিসিবির আঞ্চলিক কার্যলয় গেলে সেখানকার কম্পিউটার অপারেটর জনাব আজিজ বিষয়টি টের পান এবং পন্য ডেলিভারি বন্ধ করেন,যে সব ডিলারের পন্য উত্তোলনের চেষ্টা করেন,
১)মেসার্স সালাম মোল্লা এন্টারপ্রাইজ
২)মেসার্স সুমন এন্টারপ্রাইজ
৩)মেসার্স আরাফাত ষ্টোত
৪) মেসার্স ফাহিম এন্টারপ্রাইজ
৫)মেসার্স ইয়াসিন এন্টারপ্রাইজ
৬)মেসার্স রমজান এন্টারপ্রাইজ
৭)মেসার্স সততা এন্টারপ্রাইজ
৮)মেসার্স আলিরাজ এন্টারপ্রাইজ
৯)মেসার্স সাগড় ট্রেডার্স
১০)মেসার্স জিন্নাত সলিড ফুড
১১)মেসার্স ডি আর ট্রেডার্স
১২) মেসার্স আজাদ ষ্টোর সালথা উপজেলা আছে
(১৩) জাকির স্টোর
(১৪) মেসার্স মারিয়া এন্টারপ্রাইজ
(১৫) মেসার্স মিম এন্টারপ্রাইজ
(১৬) মেসার্স ইয়াহিয়া এন্টারপ্রাইজ
‌ব্যাবসা ও বানিজ্য শাখার কম্পিউটার অপারেটর মো: সাব্বির এর পূর্বেও এই ডিলার কে বিভিন্ন অবৈধ সুবিধা যেমন অন্যান্য ডিলার দের থেকে অতিরিক্ত মাল বরাদ্দ করতো। চলতি ডিসেম্বর মাসেই মো: জাকির পরিচালিত প্রতিষ্ঠান সমুহকে সদর এর নির্বাহি ম্যাজিস্ট্রেটের অনুপুস্থিতির সুযোগ নিয়ে নিয়ম বহির্ভূত অতিরিক্ত মালামাল এর বরাদ্দের ব্যবস্থা করেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *