September 17, 2025, 7:43 pm
জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর-৬ আসনে আ’লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী শিবলী সাদিক এমপি বলেছেন,
‘গ্রামের কোনো রাস্তা আর কাঁচা থাকবে না। আপনাদের দুঃখ দুর্দশা আমি উপলব্ধি করি। করোনা মহামারি ও রাশিয়া, ইউক্রেন যুদ্ধের জন্য বিশ্বের বাঘা বাঘা দেশের সাথে আমরাও পিছিয়ে গেছি। তা-নাহলে আপনাদেরকে কাঁচা রাস্তায় হাটতে হতো না। ইতোমধ্যে অনেক রাস্তার টেন্ডার হয়ে গেছে, জুন-জুলাই এর মধ্যে রাস্তাগুলো দৃশ্যমান হবে।
বুধবার দুপুরে দিনাজপুর-৬ আসনের নির্বাচনী এলাকা বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। এসময় হাজার হাজার মানুষের মুখে নৌকার স্লোগানে মুখর হয়ে উঠে চারপাশ।
এমপি শিবলী সাদিক আরো বলেন, আমি মহান সংসদে বলেছি মাননীয় স্পিকার আমার এলাকার কৃষকের কান্না আর ভালো লাগে না। তারা শুধু পাকা রাস্তা চায়। আপনাদের দুর্দশার কথা ইতিপূর্বে কোনোও সংসদ সদস্য মহান সংসদে বলেননি। আপনাদের সন্তান শিবলী সাদিক বলেছেন। তাই বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকার সাথেই থাকতে হবে। এই বলে আগামী ৭ জানুয়ারি মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল আ’লীগের পতাকা তলে একত্রে থেকে ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
পথ সভায় আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান ইউনুস আলী, ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা ও ইউনিয়ন আ’লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী-সমর্থক ছাড়াও নানা শ্রেণি-পেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।
জাকিরুল ইসলাম জাকির
বিরামপুর, দিনাজপুর।