খাগড়াছড়িতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মিঠুন সাহা, পার্বত্য প্রতিনিধি

খাগড়াছড়ি পুলিশ সুপারের সার্বিক সহযোগিতায় জেলার বিভিন্ন উপজেলায় দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ খাগড়াছড়ি জেলা শাখা।

বুধবার বিকেলে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর’এর সার্বিক সহযোগিতায় সংগঠনটির খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল জলিল দীঘিনালা উপজেলার পশ্চিম কাঁঠালতলী, মধ্য বোয়ালখালী, অনাথ আশ্রম ও বেতছড়ি এলাকার দরিদ্র ও অসহায় শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করেন।

এ সময় দীঘিনালা সাংবাদিক ফোরামের সভাপতি সোহাগ মিয়া, জাতীয় সাংবাদিক সংস্থা দীঘিনালা উপজেলা শাখার সহ সভাপতি মিজানুর রহমান সবুজ ও সাধারণ সম্পাদক মান্না মুৎসুদ্দী প্রমূখ উপস্থিত ছিলেন।

এদিকে খাগড়াছড়ি জেলা সদরে সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, মহিলা বিষয়ক সম্পাদক ফারহানা আক্তার,ও অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, দূর্গম এলাকায় গিয়ে দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।

একইসময় জেলার পানছড়িতে সংগঠনটির কেন্দ্রীয় সদস্য রাশেদুজ্জামান ওলী, জেলা সাংগঠনিক সম্পাদক মিঠুন সাহা ও কার্যনির্বাহী সদস্য ইসমাইল হোসেন প্রমূখ কম্বল বিতরণ করেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ এর কেন্দ্রীয় সদস্য রাশেদুজ্জামান ওলী খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর’এর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সমাজের বিত্তবানদের আর্ত মানবতার কল্যানে এগিয়ে আসার আহ্বান জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *