পাটগ্রামে বিএনপির মিছিল ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত

মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
লালমনিরহাট জেলা কালীগঞ্জ উপজেলার
বিএনপি কতৃক দেশব্যাপী ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে পাটগ্রাম উপজেলায় লিফলেট বিতরণ, বিক্ষোভ মিছিল করেছে পাটগ্রাম উপজেলা ও পৌর বিএনপি। গত ১জানুয়ারী ২০২৩ইং সোমবার বিকালে জেলার পাটগ্রাম উপজেলার বিএনপির যৌথ উদ্যোগে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধানের নেতৃত্বে লিফলেট বিতরনে বিএনপি ও এর অংগসংগঠনের বিপুল পরিমাণ নেতাকর্মী এতে অংশগ্রহণ করে। মিছিলটি পাটগ্রাম পৌরসভা হতে শুরু হয়ে পাটগ্রাম -বুড়িমারী মহাসড়কে গিয়ে শেষ হয়। এরপর এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন ‌ জাতীয়তাবাদী দলের মোস্তফা সালাউজ্জামান ওপেল সভাপতি পৌর বিএনপি পাটগ্রাম, জাকির হোসেন সুমন সদস্য সচিব উপজেলা যুবদল পাটগ্রাম, একরামুল হক কিরন আহবায়ক উপজেলা স্বেচ্ছাসেবক দল পাটগ্রাম, আসাদুজ্জামান রাসেল সিনিয়র যুগ্ন আহবায়ক পৌর স্বেচ্ছাসেবক দল পাটগ্রাম, সহ অংগসংগঠনের বিপুল পরিমাণ নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করে। এসময় বক্তারা বলেন, সরকার যতই দমন পীড়ন করুক না কেন বিএনপি এই পাতানো নির্বাচন হতে দেবে না। খুব শীঘ্রই দেশবাসী তা জানতে পারবে। বক্তারা ডামি নির্বাচন বর্জনসহ সরকার পতনের এক দফা আন্দোলনে নেতাকর্মী সহ সাধারণ মানুষের অংশগ্রহণ করার আহ্বান জানান।

হাসমত উল্লাহ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *