ষ্টাফ রিপোর্টারঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহের সদর উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রে পরিদর্শন করেন কোতোয়ালী মডেল থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন ।
রবিবার (৩১ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ভাবখালী ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন ভাবখালী ইউনিয়ন বিট অফিসার কোতোয়ালি মডেল থানার সাব ইন্সপেক্টর এসআই তাইজুল ইসলামসহ অন্যান্য বিট পুলিশের কর্মকর্তারা।
নির্বাচনী কেন্দ্র পরিদর্শনকালে ওসি মাইন উদ্দিন স্থানীয় জনসাধারণকে সহিংসতা এড়িয়ে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন করাসহ নির্বাচনের দিন উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে প্রত্যেকের পছন্দের প্রার্থীকে ভোট দিতে আহবান জানান। সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সদর উপজেলার জনসাধারণের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
Leave a Reply