প্রেস বিজ্ঞপ্তিঃ
পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে ঐতিহ্যবাহী আলমদারপাড়ায় শাহ জব্বারিয়া তরুন সংঘের উদ্যোগে বনভোজন ও পারিবারিক মিলনমেলা ও এসএসসি ও এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান বিগত বছরের ন্যায় এবারও আনন্দঘন পরিবেশে এবং জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ২৯ ডিসেম্বর শুক্রবার এই বনভোজনে মিলনমেলা ঘটে সংগঠনের সদস্য,তাদের পরিবার পরিজন,এলাকার মুরুব্বী ও সূধীজনদের।
সকাল থেকে দিনভর খেলাধুলা এবং আনন্দ-আড্ডায় মেতেছিলেন সকলে।
বনভোজনে বিভিন্ন ধরণের ইভেন্টের আয়োজন করা হয়। এর মধ্যে ছিলো শুভেচ্ছা বিনিময়, আড্ডা,কোরআন তিলাওয়াত ও নাতে রাসুল পরিবেশন, খেলাধুলাসহ বিভিন্ন প্রতিযোগীতা। সেই সাথে ছিলো মধ্যাহ্ন ভোজ, সবচেয়ে আকর্ষণীয় ছিলো র্যাফেল ড্র।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছনহরা ইউনিয়নের কৃতি সন্তান,লাফার্জহোলসিম অফ বাংলাদেশর সিইও ইকবাল চৌধুরী মাসুম ,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আলমদার পাড়া বাইতুশ শরফ কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মাকসুদ আলমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক রহমতুল্লাহ চৌধুরী,ইসা আলমদার,ইউসুফ চৌধুরী,আবদুল চৌধুরী।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রাশেদ ফারুক আলমদার।
সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী নয়ন,কাজী নিজাম,কাজী মনির,আলমগীর বাবু,রেজা আলমদার,ফরমান আলমদার,আবু সিদ্দীক,সায়মন চৌধুরী,কাজী জনি,মাহিন চৌধুরী,মো রিদয়,আসিফ আলমদার,আবিদ আলমদার,হাসান চৌধুরী,কাজী বেলাল সহ আরো অনেকেই। প্রেস বিজ্ঞপ্তি।
জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হলো আলমদার পাড়া শাহ জব্বারিয়া তরুন সংঘের বনভোজন

Leave a Reply