সুজানগরে রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’র যাত্রা শুরু

এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনার সুজানগরে যাত্রা শুরু হল দেশের সেরা রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’র। সুজানগর পৌর শহরের মোল্লা সুপার মার্কেটে স্বপ্ন-এর নতুন একটি আউটলেট চালু করা হয় ।শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় নতুন এ আউটলেটের উদ্বোধন করেন প্রধান অতিথি পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও পৌর মেয়র রেজাউল করিম রেজা। এ সময় সুজানগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন, সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোরশেদ, সুজানগর শাখার বিনিয়োগকারী আব্দুল আওয়াল,স্বপ্ন -এর রিজিওনাল হেড অফ অপারেশন মো.আব্দুল্লাহ আল মাহবুব, জোনাল ম্যানেজার আতিকুর রহমান, বিভাগীয় এক্সপানশন ইনচার্জ মো. সারওয়ার জাহান,আউটলেটের ম্যানেজার সাদ্দাম সাকিবসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্বপ্ন-এর অপারেশনস ডিরেক্টর আবু নাছের জানান, গ্রাহকদের সুবিধার্থে স্বপ্ন এখন প্রায় দেশজুড়ে। পাবনার সুজানগর এলাকায় অনেকদিন ধরেই আমরা একটি অত্যাধুনিক আউটলেট করার পরিকল্পনা করছিলাম। এখানে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকেরা স্বপ্নর এই আউটলেটে নিয়মিত বাজার করবেন। তিনি জানান নতুন এই আউটলেট থেকে হোম ডেলিভারির জন্য যোগাযোগ করতে হবে ০১৭৭৬-৫৮৫৮৬০ নম্বরে।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *