ট্রাক প্রতীকের সাথে হাতে গোনা কয়েকজন বেইমান আছে- শিবলী

জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুর-৬ আসনে আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শিবলী সাদিক এমপি বলেছেন, ট্রাক প্রতীকের (স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক চৌধুরী) সাথে হাতে গোনা কয়েকজন বেইমান আছে। যে মানুষগুলো এমপি শিবলী সাদিকের সাথে বেইমানি করতে পারে, তারা সাধারণ মানুষের সাথে কি করতে পারে, আপনাদের (জনগণের) প্রতি সেই প্রশ্ন রাখলাম।

শনিবার সন্ধ্যায় দিনাজপুর-৬ আসনের নির্বাচনী এলাকা বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের বেপারিটোলা স্কুল মাঠে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় নৌকার স্লোগানে মুখর হয়ে উঠে চারপাশ।

তিনি আরও বলেন, করোনা, সিডর, আইলা ও প্রাকৃতিক দুর্যোগে আমি (জণগণের) আপনাদের পাশে ছিলাম। কই সে তো (স্বতন্ত্র প্রার্থী) কোনোদিন আপনাদের খোঁজখবর রাখেনি। ডিসেম্বর মাস বাঙালির বিজয়ের মাস, বিজয়ের মাসে লেবাসধারী আ’লীগের গুটিকয়েক নেতা ট্রাক প্রতিকের স্বতন্ত্র প্রার্থীর সাথে আঁতাত করে নৌকা ডুবানোর যে অপচেষ্টা করছেন। সে সকল অপচেষ্টা জণগণ ব্যর্থ করে দেবে, ইনশাল্লাহ।

পথ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর মেয়র আককাস আলী, উপজেলা আ’লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শীবেশ কুন্ডু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাক মাস্টার, ইউপি চেয়ারম্যান মালেক মন্ডল প্রমুখ। এসময় উপজেলা ও ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী-সমর্থক ছাড়াও নানা শ্রেণি-পেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দিনাজপুর-৬ আসন ৪টি উপজেলা, ৩টি পৌরসভা এবং ২৩টি ইউনিয়ন নিয়ে গঠিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয় বারের মতো এ আসনে আ’লীগের দলীয় মনোনয়ন পেয়েছে বর্তমান সংসদ সদস্য শিবলী সাদিক।এদিকে, আ’লীগের দলীয় মনোনয়ন না পেয়ে এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক এমপি আজিজুল হক চৌধুরী।

জাকিরুল ইসলাম জাকির
বিরামপুর, দিনাজপুর।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *