৪ মাসে হাফেজ হওয়া সেই হাফেজ মোঃ হাবিবুল্লাহকে সম্মাননা প্রদান

নুরুল ইসলাম (টুকু)
সদর উপজেলা প্রতিনিধি,খাগড়াছড়ি।

খাগড়াছড়ি সদর উপজেলার ৫ নং ভাইবোনছড়া ইউনিয়নের হযরত হাজী সমীউদ্দিন শাহ অলী হেফজ খানায় মাত্র ৪ (চার)মাসে একজন ছাত্র হেফজ শেষ করেন, যা একটি অলোকিক ঘটনা। এবং এমন ঘটনা সচারাচর ঘটেনা।

রবিবার ( ৩১ ডিসেম্বর) সকাল ১০ টার সময় মাদ্রাসার হলরুমে সাংবাদিক নুরুল ইসলাম টুকুর ব্যক্তিগত পক্ষ থেকে সেই কৃতি ছাত্রকে উৎসাহ স্বরুপ শুভেচ্ছা স্বারক প্রদান করেন।

এই সময় তিনি বলেন এতে করে সেই ছাত্র যেমন উৎসাহিত হবে তেমনি অন্যান্য ছাত্ররাও আরো ভালো করার প্রেরণা পাবে ।

মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য সরাফত আলী বাদশা বলেন এভাবে আমাদের সমাজের প্রতিভাগুলোকে তুলে আনতে হবে তাদেরকে উৎসাহিত করতে হবে, যারা ভালো কাজ করে তাদেরকে স্বীকৃতি দিতে হবে তবেই সমাজে ভালো কাজের মূল্যায়ন বাড়বে এবং সমাজ ব্যবস্থা সুন্দর হবে। অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান হাফেজ মোঃ হাবিবুল্লাহ তাঁর বাবা একজন দিনমজুর, তিনি তার সন্তানের জন্য এলাকাবাসী সহ দেশবাসীর কাছে দোয়া ছেয়েছেন।

এই সময় মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক ও হেফজ বিভাগের ছাত্ররা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *