আলোচনা সভা ও উঠান বৈঠক প্রচারণায় ব্যস্ত স্বতন্ত্র প্রার্থী আনিছ

ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে ভোট যুদ্ধে বিজয়ের মালা গলায় পড়তে উঠান-বৈঠক, গণসংযোগ ও মতবিনিময়ের মাধ্যমে নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন আসনের স্বতন্ত্র প্রার্থী, জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ৩বারের মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ।

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে উপজেলার ১২ নং আমিরাবাড়ী ইউনিয়নে ৬ নং ওয়ার্ড নারায়ণপুর বানারপারে , ইমরানের নেতৃত্বে আয়োজিত নির্বাচনী ক্যাম্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হলে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ. বি. এম আনিছুজ্জামান আনিছ । এ সময় পৌরসভার ৩বারের মেয়রকে একনজর দেখতে ও ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য ভীড় জমায় সাধারণ মানুষ।

আলোচনা সভায় আনিছ বলেন, আমি শুনেছি এই এলাকার ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে চান না। তার কারণ ভোট দেন সেবা পান না। এ কথা শুনে আমি হতাশ হয়েছি।

তিনি বলেন গ্রামাঞ্চলে কৃষক,শ্রমিহ,বিভিন্ন শ্রেণির মানুষের বসবাস। এইসব এলাকার মানুষ সরকারের কোন সুযোগ সুবিধা পায়না, । তাই এই অপবাদ আর বঞ্চনা থেকে আপনাদের এবার ঘোচাতে হবে। আপনাদের কাছে অনুরোধ, আগামী ৭ জানুয়ারি নির্বাচনে ট্রাক প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে ত্রিশালের উন্নয়নের সুযোগ দেবেন।

তিনি বলেন, নির্বাচনে জয়যুক্ত হলে আপনাদের নিয়ে ত্রিশালের যত উন্নয়ন সম্ভব, সেটা করবো। ভোটের দিন সবাই সকাল সকাল কেন্দ্রে গিয়ে ট্রাক প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে ত্রিশালের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখবেন।

এ সময় উঠান বৈঠকে জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *