ফুলবাড়িয়া প্রতিনিধি ঃ ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান এলাকা থেকে মাদক বিক্রেতা বিল্লালকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (২৭ ডিসেম্বর) রাতে বিশ্বস্ত সোর্স এর মাধ্যমে অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান রাশেদের নির্দেশে এসআই স্বপন মিয়া ও এএসআই খলিলুর রহমানের নেতৃত্বে মাদক বিক্রেতা বিল্লালকে গ্রেফতার করেন। মাদক বিক্রেতা মোঃ বিল্লাল হোসেন (৩৭) পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের আব্দুর রশিদের পুত্র। পুলিশ বিল্লালের কাজ থেকে ৪৮ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। ফুলবাড়িয়া থানায় মাদক ব্যবসায়ী বিল্লাল হোসেনের নামে ০৭ (সাত) টি মাদক মামলা রহিয়াছে।
ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান রাশেদ বলেন, মাদক ব্যবসায়ীদের কোন ছাড় নেই। মাদককে ফুলবাড়িয়া উপজেলায় জিরো টলারেন্স নিয়ে যাব।
আটককৃত অভিযুক্তর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করে আসামিদের আদালতের কারাগারে পাঠানো হয়েছে।
ফুলবাড়িয়ায় মাদক ব্যবসায়ী বিল্লাল গ্রে*ফতার

Leave a Reply