বালুচরে নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানের বালুচরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখান নিয়ে গঠিত মুন্সীগঞ্জ-১ আসনের নৌকার প্রার্থী আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ কে বিপুল ভোটে বিজয় করার লক্ষ্যে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৭ ডিসেম্বর বিকাল ৪ ও ৫ টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর বাদসা মার্কেট ও আলী মার্কেট বালুচর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় আওয়ামী লীগের নৌকাকে বিজয়ের লক্ষ্যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীদের একত্র হয়ে কাজ করার আহ্বান জানান মুন্সীগঞ্জ ১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক,সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিন হাওলাদার,সাংগঠনিক সম্পাদক আমজাদ সরকার,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাহমিনা আক্তার তুহিন, উপজেলা আওয়ামী লীগ সিনিয়র নেতা মোস্তফা কামাল,বালুচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আওলাদ হোসেন,বালুচর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলেকচান মুন্সী,সাধারণ সম্পাদক আফজাল হোসেন,বীর মুক্তিযোদ্ধা আলী আকবর,আওয়ামী লীগ নেতা শাহবাজ সরকার,মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টু সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী সমর্থক।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *