ময়মনসিংহ সদর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল শামীমের ট্রাক প্রতীকের গণসংযোগ

ষ্টাফ রিপোর্টারঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ সদর -৪ আসনের সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীম সিপিআই ট্রাক প্রতীক নিয়ে ব্যাপক গণসংযোগ করেছেন চরাঞ্চলের ভোটাররা।

মঙ্গলবার বিকেলে পরানগঞ্জ ইউনিয়নের পরানগঞ্জ বাজার থেকে অম্বিকাগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় নির্বাচনি প্রচার-প্রচারণা করছেন আমিনুল হক শামীমের এর কর্মী সমর্থকরা।

পরানগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, খন্ড খন্ড মিছিল নিয়ে পরানগঞ্জ এলাকায় ব্যাপক গণসংযোগ করেন এবং ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। এসময় বক্তারা বলেন, নির্বাচিত হলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এসময় এমদাদ মন্ডল মোর্শেদুল আলম জাহাঙ্গীর ভোটারদের কাছে ভোট প্রার্থনা ও ট্রাক প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করতে অনুরোধ জানান।

এ সময় বক্তারা বলেন আমিনুল হক শামীম কে বিপুল ভোটে জয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা কোনো সংঘাত সংঘর্ষের মধ্যে নেই। নির্বাচনে ময়মনসিংহ সদর-৪ আসনের ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বানও জানান তারা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *