January 2, 2025, 5:20 pm
আরিফ রববানী ময়মনসিংহ।।
আগামী ১৭ই অক্টোবর ২০২২ইং তারিখে দেশের ৬১ জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা পরিষদে নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে সকল প্রার্থীরা ইতিমধ্যে শুরু করে দিয়েছে গণসংযোগ।
ময়মনসিংহ জেলা পরিষদের (সদর,তারাকান্দা, গৌরীপুর ) সদস্য পদে পদপ্রার্থী হিসাবে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের দ্বারেদ্বারে যাচ্ছেন সদস্য বিদায়ী জেলা পরিষদ সদস্য আরজুনা কবীর। তিনি সদস্য থাকাকালিন সময়ে নিজ নির্বাচনী এলাকার মসজিদ, মন্দির, ঈদগাহ, স্কুল-কলেজসহ এলাকাবাসীর উন্নয়নের জন্য অনেক কাজ করেছেন। যে কারণে আসন্ন নির্বাচনে আবারও তাকে নির্বাচিত করতে ঐক্যবদ্ধ ভোটাররা।
এছাড়াও এর আগে একবার সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে দায়িত্বে থাকাবস্তায় তিনি সর্বদায় মানুষের পাশে থাকায় সমগ্র জেলায় আরজুনা কবীরের রয়েছে ব্যাপক সুনাম। দুস্থ ছাত্র-ছাত্রীদের বিনা মূল্যে বই,গরীব-দুঃখীদের সহযোগীতা হাত বাড়িয়ে দিয়ে সাহায্য-সহযোগিতা পরায়ন মানুষ হিসাবে সুনাম কুড়িয়েছেন আরজুনা কবির। তাছাড়া আরজুনা কবির এর শশুর আব্দুল কাদির (কাদু চেয়ারম্যান) ময়মনসিংহের একজন সনামধন্য ব্যক্তি।যার অনেক গুণাবলি রয়েছে।জেলাব্যাপী সকলেই তাকে চিনেন।যিনি সদর উপজেলার সাবের বয়ড়া ও কেওয়াটখালী ইউনিয়নের তিনবারের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন। শাশুড়ী রোকসান কাদের ১৩নং বয়ড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক। স্বামী হুমায়ূন কবির ভুট্টো ১৯৯৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত ১৩নং বয়ড়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ও সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে এবং ১৯৯৭ থেকে ২০০৩ সাল পর্যন্ত সদর উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সাবেক সদস্য ছিলেন।
জেলা পরিষদে গত মেয়াদে সদস্য থাকাকালীন সময়ে আরজুনা কবির তার নিজ এলাকায় অনেক উন্নয়ন মুলক কাজ করেছেন। একাধিক ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের কাছে জানতে চাইলে তারা বলেন, আরজুনা কবির একজন সৎ ও পরোপকারী মানুষ। তিনি আমাদের ইউনিয়নের জন্য জেলা পরিষদের পক্ষ হতে অনেক উন্নয়নমুলক কাজ করেছেন। আমরা আবারও তাকে জেলা পরিষদের সদস্য হিসাবে দেখতে চাই।