কর্মস্থলে মালিফা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের মৃত্যু

এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর থানার মালিফা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ(পুলিশ পরিদর্শক) কামরুল ইসলাম(৪৫)স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানা যায়, শনিবার সারারাত কর্তব্য পালন শেষে মালিফা পুলিশ তদন্ত কেন্দ্রের তার নিজ শয়ন কক্ষে রবিবার ভোরে ঘুমাতে যান। পরে রবিবার দুপুর পর্যন্ত সহকর্মীরা মোবাইল ফোনে না পেয়ে তার শয়ন কক্ষে গিয়ে দেখতে পান তার নিথর দেহ পড়ে আছে। পরে দুপুর ৩টার দিকে পুলিশ সদস্যরা স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে পাবনা জেলা পুলিশে শোকের ছায়া নেমে এসেছে। তিনি ২০২২ সালে মালিফা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ(পুলিশ পরিদর্শক) হিসেবে যোগদান করেন। প্রয়াত মালিফা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ(পুলিশ পরিদর্শক) কামরুল ইসলাম এর আগে পাবনার আতাইকুলা থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন । ২০০৫ সালে তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় পাবনা পুলিশ লাইন্স মাঠে কামরুল ইসলামের জানাজা শেষে তার গ্রামের বাড়ি নওগাঁ সদর উপজেলার উকিলপাড়া নিয়ে যাওয়া হবে। মালিফা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ(পুলিশ পরিদর্শক) কামরুল ইসলাম এর মৃত্যুতে পাবনা পুলিশ সুপার আকবর আলী মুনসী,অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) মো.মাসুদ আলম,পাবনা সহকারী পুলিশ সুপার(সুজানগর সার্কেল)মো.রবিউল ইসলাম, সুজানগর থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন, আতাইকুলা থানার ওসি মিজানুর রহমান,সুজানগর থানার সাবেক ওসি আব্দুল হাননান, রাজশাহী ডিবির ওসি আব্দুল হাই ও দৈনিক যুগান্তরের সুজানগর উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *