নৌকা মার্কায় ভোট দিয়ে অসমাপ্ত কাজগুলো শেষ করার সুযোগ দিন- শিবলী সাদিক

জাকিরুল ইসলাম (বিরামপুর) (দিনাজপুর) প্রতিনিধি:

‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দিনাজপুর-৬ আসনে আ’লীগ মনোনীত প্রার্থী শিবলী সাদিক আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটকেন্দ্রে গিয়ে ভোটারদের নৌকায় ভোট দিতে আহ্বান জানিয়েছেন’।

তিনি বলেন, শেখ হাসিনা দেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় তুলে এনেছেন। যার বাস্তবায়ন করতে হলে নৌকা মার্কায় ভোট দিয়ে আ’লীগকেই জয়ী করতে হবে। গতকাল সন্ধ্যায় বিরামপুর উপজেলার শ্রমিক ঐক্য জোটের সমন্বয়ে পৌর শহরের মাইক্রো স্টান্ডে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গত ১০ বছর ধরে আপনাদের প্রতিনিধি হয়ে মহান সংসদে দ্বায়িত্ব পালন করে আসছি। এই ১০ বছরে প্রতিটি মানুষের দ্বারে দ্বারে গিয়ে সুবিধা, অসুবিধা দেখেছি৷ করোনা, প্রাকৃতিক দূর্যোগ সহ বিভিন্ন প্রতিকূলতায় মানুষের পাশে থেকেছি। তার দৃষ্টান্ত দিনাজপুর-৬ আসনবাসী। তাই নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আপনাদের সেবা করার ও যেসব কাজ অসমাপ্ত রয়েছে সেগুলো শেষ করার সুযোগ দেবেন।

মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ষ্ট্যান্ড কমিটির সম্পাদক মুকুল সরকারের সঞ্চালনায়, উঠান বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা আ’লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শীবেশ কুন্ডু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, সেলিম রানা, কৃষক লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মেসবাউল হক, দিদউফ’র সাধারণ সম্পাদক লায়ন মোজাম্মেল হক প্রমুখ।

উঠান বৈঠকে উপজেলা আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী-সমর্থক ছাড়াও নানা শ্রেণি-পেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। এসময় নৌকার স্লোগানে মুখর হয়ে উঠে চারপাশ।

জাকিরুল ইসলাম জাকির
বিরামপুর, দিনাজপুর।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *