পটিয়ায় শেখ হাসিনার প্রার্থী মোতাহেরুল ইসলাম কে বিজয়ী করতে হবে- মফিজুর রহমান

মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার।।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মফিজুর রহমান বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয় বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে বাস্তবায়ন করছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নেতেৃত্বে দেশ উন্নয়নের অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের অদম্য গতি কেউ থামাতে পারবে না। তাই পটিয়ার মানুষ আগামী ৭ জানুয়ারি শেখ হাসিনার মনোনীত প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ সভাপতি মোতাহেরুর ইসলাম চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। তিনি গতকাল শনিবার সকালে পটিয়ায় নৌকা প্রার্থী আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরীর নির্বাচনী প্রচারণার থিম সং এক অনুষ্ঠানে ছড়াকার আফম মোদাচ্ছের আলীর লেখা গানের সিডির মোড়ক উম্মোচন প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন।
নির্বাচনী প্রচারণার থিম সং গানের মূল কথা কোন কিছুর লোভে পড়ে অন্য মার্কায় ভোট দিয়ে ধোকা খাওয়া যাবে না। দেশের উন্নয়নের বঙ্গবন্ধু, শেখ হাসিনা, আওয়ামীলীগের নৌকা মার্কায় ভোট দিন।
এ সময় উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা মেয়র আইয়ুব বাবুল, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা: তিমির বরণ চৌধুরী, পটিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুনর রশিদ, বড়লিয়া চেয়ারম্যান শাহীনুল ইসলাম শানু, মুক্তিযোদ্ধা আমিনুর হক, আ’লীগ নেতা ফরিদ আহমদ, সাংবাদিক রাজীব রাহুল, প্রত্যয় এর নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি, যুবলীগ নেতা মামুন প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *