বটিয়াঘাটায় গোবিন্দ চন্দ্র প্রামাণিক তৃনমুল বিএনপির দ্বাদশ জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীর সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গীতি গমন চন্দ্র রায় গীতি।।
স্টাফ রিপোর্টার।।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন -৯৯,(দাকোপ-বটিয়াঘাটা) মিলে খুলনা -১ অঞ্চল থেকে বাংলাদেশ তৃণমূল বিএনপি মনোনীত সোনালী আঁশ প্রতীকের প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিক তার সহকর্মী ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন।

উক্ত সময় তিনি সাংবাদিকদের বলেন,আমার নির্বাচনী এলাকা খুলনা-১ আসন (দাকোপ-বটিয়াঘাটা)স্বাধীনতার ৫০ বছর কাল অতিবাহিত হলেও এখানকার মানুষের ভাগ্য পরিবর্তন করা হয়নি।এলাকার মানুষের রাস্তাঘাট, ব্রিজ-কালর্ভাট,শিক্ষা প্রতিষ্ঠান,ব্যবসা-বাণিজ্য সহ বিভিন্ন অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় অনেকটা পিছিয়ে আছে।আমি এখান থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে জয়যুক্ত হলে সকলকে সাথে নিয়ে পিছিয়ে পড়া মানুষের ভাগ্য উন্নয়নে ব্যাপক সারা দিয়ে কাজ করে দেশের অন্যান্য এলাকার সমকক্ষে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করবো।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *