মোঃ শহীদ উল্যাহ
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নিহত বিপুল চাকমাসহ চার নেতার সম্মানে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, (২০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে উপজেলার ২নং চেংগী ইউপির প্রত্যন্ত জগপাড়া এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) পানছড়ি ইউনিট এর আয়োজনে
এই সভা অনুষ্ঠিত হয়।
ইউপিডিএফ’র কেন্দ্রীয় কমিটির সদস্য উজ্জ্বল স্মৃতি চাকমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় মুক্তি কাউন্সিল চট্টগ্রামের সভাপতি ভুলন লাল ভৌমিক।
অনুষ্ঠানের শুরুতে দলীয় পতাকা উত্তোলন শেষে এক মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় দলের পক্ষ থেকে উজ্জ্বল স্মৃতি চাকমার নেতৃত্বে অস্থায়ী শহীদ বেদীতে ফুল দিলে শ্রদ্ধা জানানো হয়। প্রগতিশীল ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।
স্মরণ সভা থেকে সন্ত্রাসীদের হঠানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে হত্যার বদলা নেয়ার ঘোষনা দেয়া হয়। অনুষ্ঠানে ইউপিডিএফ ও তাদের সহযোগী সংগঠন ছাড়াও জাতীয় মুক্তি কাউন্সিল, ছাত্র যুব আন্দোলন, ছাত্র ফেডারেশনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। এই ঘটনায় গত ১৫ ডিসেম্বর থেকে মাসব্যাপী চলছে পানছড়ি বাজার বয়কট।
গত ১২ ডিসেম্বর (সোমবার) রাত আনুমানিক দশটার দিকে উপজেলার ১নং লোগাং ইউপির অনিল পাড়ায় পিসিপি’র সাবেক সভাপতি ও গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা (৩২), পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল ত্রিপুরা (২৮), গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি লিটন চাকমা (২৯) ও ইউপিডিএফ সংগঠক রহিন বিকাশ ত্রিপুরা (৪৯) কে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। এ ব্যাপারে বিপুলের চাচা বাদী হয়ে নিরুপম চাকমা অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামী করে পানছড়ি থানায় একটি মামলা দায়ের করে
এদিকে এই ঘটনায় অপহৃত ৩ ইউপিডিএফ সদস্যকে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে উদ্ধার করে। আইনী প্রক্রিয়া শেষে তাদের পরিবারের পরিবারের সদস্যদের হাতে বুঝিয়ে দেয়া হয়।

Leave a Reply