আশিয়ায় মিথ্যা মামলা দিয়ে দিয়ে হয়রানি ও প্রাণনাশের হুমকি

মহিউদ্দীন চৌধুরী।
ষ্টাফ রিপোর্টারঃ পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নে মোহাম্মদ দেলোয়ার (৩৭) কে মিথ্যা মামলা দিয়ে দিয়ে হয়রানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে।
এব্যাপারে পটিয়া থানায় একটি
অভিযোগ করা হয়েছে। মামলার
অভিযোগ সুএে জানা যায়,বিবাদী
শেখ তাহের (৪৫) পিতা – আবদুল মোনাফ,২/ মোঃ নজরুল (৫০) পিতা অজ্ঞাত, ৩/ মোঃ মোতাহের (৫০) পিতা আবদুল মোনাফ। সর্বসাং- আশিয়া রশিদপুর,মোনাফ হাজীর বাড়ী, ৩ নং, ওয়ার্ড,আশিয়া।গত ০৮/০৮/২০২২ ইং তারিখে আনুমানিক রাত নয়টায় বাদী মোঃ দেলোয়ারের বসতঘরের সামনে উল্লেখিত বিবাদীগন উশৃংখল,দাঙ্গাবাজ,
জোরজুলুম বাজ ও খারাপ প্রকৃতির লোক।উল্লেখিত ১ নং বিবাদী এলাকার একজন প্রকৃত মাদক ব্যবসায়ী।বিবাদীগনের সহিত পূর্ব হতে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ সহ মনোমালিন্য চলে আসছে।বিরোধের জের ধরে বিবাদী গন প্রায় সময় বাদী দেলোয়ার ও ভাতিজা মোঃ এনাম
( ২৫) সহ পরিবারের লোকজন কে প্রাননাশের ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছে,এরই ধারাবাহিকতায় গত ৮/৮/২২ ইং তারিখে রাত আনুমানিক রাত নয়টায় পূর্ব বিরোধের জের ধরে উল্লেখিত বিবাদীগন ঘটনাস্থল বসত ঘরের সামনে আমাকে দেখামাএই অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে।আমি প্রতিবাদ করিয়া গালিগালাজ করার কারণ জিগ্যেস করিলে বিবাদী গন আমার ঘরের সামনে আসে অতর্কিত ভাবে মারধর শুরু করে।একপর্যায়ে ১ নং বিবাদী আমার সার্টের কলার ধরে টানাহেঁচড়া করে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি মেরে আমার শরীলের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে। ২ও ৩ নং বিবাদী আমাকে এলোপাতাড়ি মারধর করে আমার শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এসময় আমাকে উদ্ধারের জন্য আমার স্ত্রী শেলী আকতার (২৭) ভাবী জেসমিন আক্তার (৩০) ভাতিজী ঝিনু আক্তার (১৮) গন এগিয়ে আসলে উল্লেখিত বিবাদীগন তাদেরকে ও মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে ও বিবাদীগন তাদের পরনের কাপড় ছোপড় টানাহেঁচড়া করে ছিড়ে ফেলে শ্লীলতাহানি করে।আমার শোরচিৎকারে আশ পাশের স্হানীয় লোকজন এগিয়ে আসলে বিবাদীগন আমাদেরকে দেখে নিবে,মারিবে,কাটিবে,মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে সহ প্রাননাশের ভয়ভীতি হুমকি প্রদান করে চলে যায়।এব্যাপারে প্রশাসনের৷ সহযোগিতা কামনা করছি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *