খাগড়াছড়িতে আওয়ামীলীগের জনসভায় ভার্চুয়ালি যোগ দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নুরুল ইসলাম(টুকু)
সদর উপজেলা প্রতিনিধি,খাগড়াছড়ি।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচনে খাগড়াছড়িতে নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যোগ দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২১শে ডিসেম্বর) বিকাল ৪টার সময় খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে জনসভায় যোগ দেন তিনি।

প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি যুক্ত হওয়ার আগেই জনসভা স্থলে জেলা ও উপজেলা আওয়ামীগের বিভিন্ন অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা উৎসবমুখর ভাবে মিছিল নিয়ে যোগদেন।

খাগড়াছড়ি, পঞ্চগড়, লালমনিরহাট, নাটোর ও পাবনা জেলা সহ মোট ৫ জেলায় ভার্চুয়ালি যুক্ত হোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এতে খাগড়াছড়ি থেকে প্রধান মন্ত্রীর বক্তব্য শেষে ভার্চুয়ালি বক্তব্য রাখেন এবং এই উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাংসদ কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি।

এই ভার্চুয়ালি জন সভায় উপস্থিত ছিলেন পার্বত্য সংরক্ষিত আসনের সাংসদ সদস্য বাসন্তী চাকমা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু,
জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম,পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল মোমিন, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, দিঘিনালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবুল কাশেম, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি রতন কুমার শীলসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের সহাস্রধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনসভায় প্রধানমন্ত্রী দ্বাদশ জাতীয় নির্বাচনেও নৌকার পক্ষে ভোট চান।

খাগড়াছড়ি ২৯৮ নং আসনের নৌকা মার্কার মনোনীত প্রার্থী,বর্তমান এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং এই জেলায় রেলপথ,পাবলিক বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন দাবী জানান মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি পাহাড়ি সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করার মধ্যে দিয়ে শেষ হয় জনসভা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *