গোদাগাড়ীতে ৫ কেজি ২০০ গ্রাম হেরোইন পিতা পুত্রকে গ্রে*ফতার করেছে র‌্যাব-৫

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চরআষাড়িয়াদহ ইউনিয়নের ’ চর হনুমন্তনগর এলাকায় র‌্যাব-৫ অপারেশন দল অভিযান পরিচালনা করেন।

২১ ডিসেম্বর ২০২৩ তারিখ রোজ বৃহস্পতিবার সময় রাত আনুমান -০৪.১৫ মিনিটের দিকে
র‌্যাব-৫ অপারেশন পরিচালনা করে হেরোইন-০৫ কেজি ২০০ গ্রাম, মোবাইল-০১টি, সীম-০১ টি, ও নগদ-১,১০,০০০/- টাকা উদ্ধার করেন এবং এর সাথে জড়িত থাকার অভিযোগে ১। মোঃ কাজিম উদ্দিন তৈয়ব (৪৪), পিতা-গিয়াস উদ্দিন, ২। মোঃ জীবন আলী (১৭), পিতা-মোঃ কাজিম উদ্দিন তৈয়ব, উভয় সাং-চরহনুমন্তনগর, ইউপি-চরআষাড়িয়াদহ, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী’কে আটক করেছে।

র‌্যাব-৫ সূত্রে জানা যায় আটককৃতদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, মোঃ কাজিম উদ্দিন তৈয়ব এবং তার ছেলে মোঃ জীবন আলী সংঘবদ্ধ মাদক চক্রের সাথে জড়িত। আটককৃত কাজিম উদ্দিন তৈয়ব মাদকের চালান সংগ্রহ করার পর বাইরে পাচার এবং মাদক সংক্রান্ত সকল ধরণের হিসাব-নিকাশ অর্থাৎ একাউন্টে এর কাজ করত তার ছেলে মোঃ জীবন আলী। এই চক্রটির সদস্যরা এলাকায় বিভিন্ন পেশার ছদ্মবেশের আড়ালে সীমান্তের ওপার হতে
বিপুর পরিমাণ হেরোইন পাচার করে আঙ্গুল ফুলে কলাগাছ তারপর বটবৃক্ষ হযেছেন।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *