গোদাগাড়ীতে বিশ লাখ টাকার হেরোইনসহ শীর্ষ মাদক সম্রাট রকিবুরকে গ্রে*ফতার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ীতে বিশ লাখ টাকার হেরোইনসহ শীর্ষ
মাদক সম্রাট রকিবুরকে গ্রেফতার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী থানাধীন পৌর এলাকার রেলবাজার পদ্মা নদীর ঘাট সংলগ্ন রকিবুরের বাড়িতে অভিযান চালিয়ে ২০০ গ্রাম হিরোইনসহ ২ জনকে গ্রেফতার করেছে গোদাগাড়ী থানা পুলিশ ।

গ্রেপ্তারকৃত হলেন- গোদাগাড়ী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বারুইপাড়া গ্রামের মৃত আব্দুল জাব্বার এর ছেলে মোঃ রকিবুর ইসলাম (৪৭) ও বরিশালের মোঃ মাহবুব ইসলাম।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, রকিবুরের বাড়িতে বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মৃত আব্দুল জাব্বার এর ছেলে মোঃ রকিবুর ইসলামকে হিরোইনসহ গ্রেফতার করা হয়। এ সময় তার বাড়ি থেকে প্রায় ২০ লাখ টাকার ২০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় গোদাগাড়ী থানায় দুইজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়।

রকিবুর ইসলাম রাজশাহীর গোদাগাড়ীর অন্যতম শীর্ষ মাদক সম্রাট। রাজধানী ঢাকায় আছে তার আলিশান বাড়ি, বিলাসবহুল গাড়ি, গোদাগাড়ীতে আছে তার দুইটি কোটি টাকার বাড়ি, বড় দালান মার্কেট তার আছে দুই স্ত্রী একটি ঢাকায়, আরেকটি থাকে গোদাগাড়ীতে। এই মাদক সম্রাট রকিবুরের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় চলে তার মাদকের ব্যাবসা। তিনি বহুদিন হতে নানা কৌশলে আইনশৃঙ্খলা বাহনীকে ফাঁকি দিয়ে চালিয়ে যাচ্ছিল তার অবৈধ মাদকের রমরমা ব্যবসা। অবশেষে তিনি হিরোইনসহ ধরা পরলো গোদাগাড়ী থানা পুলিশের জালে। তার গ্রেফতারের খবর প্রচার হওয়ার সাথে সাথে গোদাগাড়ী, মাদারপুর, মহিশালবাড়ী, রেলবাজার, শিবসাগর, রেলগেট, হাটপাড়া, পিরিজপুর, প্রেমতলী সুলতানগঞ্জ, সারাংপুরসহ বিভিন্ন এলাকা থেকে প্রশাসনের তালিকাভুক্ত মাদকব্যবসায়ী এলাকা ছেড়ে পালিয়ে গেছে কেউ কেউ নৌকাযোগে পদ্মানদীর ওপারে চরে চলে গেছেন।

নিজস্ব প্রতিবেদক
রাজশাহী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *