শাজাহানপুরের বিভিন্ন এলাকায় ডাঃ মেহেরুল আলম মিশুর গণসংযোগ

মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়া -০৭ (গাবতলী -শাজাহানপুর) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন ডাঃ মেহেরুল আলম মিশু (এমবিবিএস) । তিনি এবার ডাব প্রতীক নিয়ে নির্বাচন করছেন। বুধবার (২০ ডিসেম্বর) উপজেলার খরনা, বীরগ্রাম, দেশমা, সাবরুল, রাণীরহাট, মাঝিড়া, দুবলাগাড়ী, কামারপাড়া,
কাঁটাবাড়িয়া, তালপুকুর, টেকুরগাড়ী, মানিকদীপা, গয়নাকুঁড়ি, দাড়িগাছা, মাছির বাজার, মাড়িয়া, নগরহাট, রাজারামপুর, গোবিন্দপুর, ফুলকোট
মোবারক মার্কেটে ডাব প্রতীকের জন্য ভোট চান তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নিজেকে শাজাহানপুরের জনগণের প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সেই সাথে তিনি বিভিন্ন এলাকায় ঘুরছেন আর ভোটারদের কাছে ডাব প্রতীকে ভোট চাচ্ছেন।
এ সময় তার সঙ্গে বিভিন্ন শুভাকাঙ্ক্ষী ছাড়াও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *