মোঃ কাউছার উদ্দীন শরীফ, ঈদগাঁও
কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ফুলছড়ি রেঞ্জে কর্মরত সহকারী বনসংরক্ষক শীতল পালের নিদর্শে রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন আহমেদ এর নেতৃত্বে নাপিত খালী বিট কর্মকর্তা নুর মোহাম্মদ ওস্টাফ হেডম্যান, ভিলেজার অভিযান চালিয়ে অবৈধ বাগান,স্থাপনা,ও পাহার কেটে পানির বাধ উচ্ছেদ করা হয়েছে।
সোমবার ১৮ ডিসেম্বর সকাল ১০ টা থেকে বিকাল পর্যন্ত ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভিলেজার পাড়া, নয়া ঘোনা এবং ইসলামাবাদইউনিয়নের বোয়াল খালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়,১৭ ডিসেম্বর ফুলছড়ি রেঞ্জের সহকারী বনসংরক্ষক শীতল পাল নাপিতখালী বিট পরিদর্শন কালীম সময়ে পাহার কেটে বাধ দিয়ে পানি আটকানো এবং ২০০৫-৬ সালের সামাজিক সৃজিত বাগানে অবৈধ ব্যক্তি মালিকানাধীন বাগান এবং দুটি স্থাপনার কথা উল্লেখ করে উপস্থিত রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন আহমেদ এবং বিট কর্মকর্তা নুর মোহাম্মদ আলী কে সেগুলোর ভেঙে ফেলার নির্দেশ প্রদান করেন।
পরবর্তী উপরের বর্ণিত সময়ে রেঞ্জ কর্মকর্তার হুমায়ুন আহমেদ এর নেতৃত্বে বিট কর্মকর্তা ওস্টাফ হেডম্যান, ভিলেজার এবং এফসিভির লোক জনের সহায়তায় নির্দেশনা অনুযায়ী পাহার কেটে বাধ উচ্ছেদ করে পানি চলাচলের পথ করে দেওয়া হয়,এবংদুটি পলিথিনের ঘর উচ্ছেদ করা হয়,এবং ব্যক্তি মালিকানাধীন বাগান কেটে ফেলা হয় এবং স্থাপনা দুটি ভেঙে দায়ি ব্যক্তির বিরুদ্ধে বন মামলা দায়ের করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে নাপিত খালী বিট কর্মকর্তা নুর মোহাম্মদ আলী দৈনিক কক্সবাজার সংবাদ কে বলেন,ফুলছড়ি সহকারী বনসংরক্ষক শীতল পালের নির্দেশ মোতাবেক পাহার কেটে পানির বাধ কেটে দেই এবং এবং একই স্থানে ২০০৫-৬ সালের বাগানে ব্যক্তি মালিকানাধীন অবৈধ বাগান উচ্ছেদ করি এবং বোয়াল খালি মৌজায় স্থাপনা দুটি ভেঙে দেওয়া হয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়।
রেঞ্জ কর্মকতা হুমায়ুন আহমেদ দৈনিক কক্সবাজার সংবাদ কে জানান সহকারী বনসংরক্ষক শীতল পাল নাপিতখালী বিট পরিদর্শন কালে যে সকল নির্দেশনা দিয়েছেন তা যথাযথ ভাবে পালন করা হয়। নাপিতখালী বিটে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply