ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব বুঝে নিলেন অনিক রহমান সরদার

ঝালকাঠি জেলা প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

নলছিটি উপজেলার ঐতিহ্যবাহী সরকারি প্রাথমিক বিদ্যালয় ১০৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দায়িত্ব বুঝে নিলেন অনিক রহমান সরদার। তিনি একই সাথে নলছিটি উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব ও উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করে আসছেন।

এ উপলক্ষে বুধবার(২০ ডিসেম্বর) পুরান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ-সময় পুরান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদায়ী সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আলমগীর হোসেন আলো,নব ঘোষিত কমিটির সহ- সভাপতি কাউন্সিলর মামুন মাহমুদ,পুরান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: আইরিন চৌধুরীসহ কমিটির সদস্যগনরা উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সভাপতি বলেন, আমাকে দায়িত্ব প্রদান করায় আমার প্রানপ্রিয় নেতা আলহাজ্ব আমির হোসেন আমু ভাইয়ের প্রতি অশেষ কৃতজ্ঞ। নতুনদের সাথে নিয়ে বিদ্যালয়ের সার্বিক উন্নতিতে কাজ করাই আমাদের লক্ষ্য থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *