প্রতীক পেয়ে খুলনা-৬ আসনে বিএনএম প্রার্থী নেওয়াজ মোরশেদ এর নির্বাচনী প্রচারনা শুরু

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
খুলনা-৬ (পাইকগাছা -কয়রা) আসনে প্রতীক পাওয়ার পর বিএনএম মনোনীত প্রার্থী ব্যারিস্টার এস এম নেওয়াজ মোরশেদ তার ‘নোঙর’প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারনা শুরু করেছেন। ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ পাইকগাছা পৌর সদরের ৫নং ওয়ার্ড সরল গ্রামের বিশিষ্ট আইনজীবী মোজাফফার হাসান এর কৃতি সন্তান।আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনএম থেকে ‘নোঙর’প্রতীক নিয়ে খুলনা-৬ (পাইকগাছা -কয়রা) আসনের প্রার্থী হয়েছেন পাইকগাছার কৃতি সন্তান আইন পেশায় নিয়োজিত তরুণ এ প্রার্থী ব্যারিস্টার এস এম নেওয়াজ মোরশেদ । খুলনার পাইকগাছা ও কয়রা উপজেলা নিয়ে গঠিত সংসদীয় এলাকা ১০৪, খুলনা-৬ আসন। গুরুত্বপূর্ণ এ আসনে এমপি প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনএম মনোনীত প্রার্থী হয়ে ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ। বর্তমানে তিনি ঢাকার হাইকোর্টে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। এলাকার ক্রীড়া সংগঠন ও ক্রীড়া ব্যক্তিদের সাথে তার নিবিড় একটি সম্পর্ক রয়েছে। এলাকার তরুণদের মাদক থেকে দূরে রাখা সহ খেলাধুলার মাধ্যমে এলাকার পরিচিতি বাড়াতে তিনি দীর্ঘদিন এলাকার খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করে আসছেন।
ব্যারিস্টার এস এম নেওয়াজ মোরশেদ বলেন সুন্দরবন সংলগ্ন উপকূলীয় পাইকগাছা-কয়রা’য় অনেক সম্ভাবনা থাকা সত্তেও নির্বাচনী এ এলাকা এখনো অনেক অবহেলিত রয়েছে। সম্ভাবনাকে কাজে লাগিয়ে তরুণ ও যুব সমাজের তথ্য প্রযুক্তি নির্ভর আর্থকর্মসংস্থান সৃষ্টি সহ এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই। উল্লেখ্য, খুলনার -৬ (পাইকগাছা -কয়রা) আসনে সাত জন প্রার্থী প্রতিদন্দিতা করছেন।সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনার -৬ আসনের ৭ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা ও খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। এর মধ্যে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে আওয়ামী লীগের মো. রশীদুজ্জামান ‘নৌকা’, জাতীয় পার্টির মো. শফিকুল ইসলাম মধু ‘লাঙ্গল’, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. আবু সুফিয়ান ‘আম’, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মির্জা গোলাম আজম ‘ডাব’, বিএনএম প্রার্থী এস এম নেওয়াজ মোরশেদ ‘নোঙর’, তৃণমূল বিএনপির মো. নাদির উদ্দিন খান ‘সোনালী আঁশ’ ও স্বতন্ত্র প্রার্থী জি এম মাহবুবুল আলম ‘ঈগল’ প্রতীক পেয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *