ষ্টাফ রিপোর্টারঃ
অবশেষে ভালুকা মডেল থানার নবযোগদানকারী ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে ভালুকা থানাধীন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সীড স্টোর বাজারে অবৈধভাবে গড়ে উঠা কাঁচাবাজার উচ্ছেদ করা হয়েছে।
সোমবার ভালুকা মডেল থানার ওসি মোঃ শাহ কামাল আকন্দ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে জানযটমুক্ত করায় নবাগত ওসিকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছেন ভালুকাবাসী।
স্থানীয়রা দাবী করেন, সীড স্টোর বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয়পাশে একলেন করে দুই লেন দখল করে অবৈধভাবে বাজার গড়ে তুলে এক শ্রেণীর ব্যবসায়ীরা। অভিযোগ রয়েছে, কতক প্রভাবশালীদের আশ্রয়ে পশ্রয়ে ব্যবসায়ীরা মহাসড়ক দখল করে বাজার গড়ে তুলে। মহাসড়কে অবৈধ এই বাজার সৃষ্টি হওয়ায় সীড স্টোর বাজারে সারাদিন যানজট লেগেই থাকে। কখনো কখনো সীড স্টোর বাজারে ঘন্টার পর ঘন্টা দুরপাল্লার বাস, ট্রাক, কার্গো, প্রাইভেট কার সহ সকল ধরনের যানবাহন আটকা পড়ে। ভালুকা মডেল থানার নবাগত ওসি শাহ কামাল আকন্দ যোগদান করেই এ খবর যানজট নিরসনের উদ্যোগ নেন। সোমবার বিকালে ওসি শাহ কামাল আকন্দ নিজে উপস্থিত থেকে অবৈধ বাজার উচ্ছেদ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আসলরুপে ফিরিয়ে আনেন। সীড স্টোর বাজারে মহাসড়কে গড়ে তোলা অবৈধ বাজার উচ্ছেদ করায় সীড বাজারের ব্যবসায়ীসহ ভালুকাবাসি নবাগত ওসি শাহ কামাল আকন্দকে অভিনন্দন জানিয়েছেন। অভিযানকালে ভালুকা মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ জাহাঙ্গীর আলম সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগন সাথে ছিলেন।

Leave a Reply