আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় মঙ্গলবার ১৯ ডিসেম্বর সকাল ১০ টায় উপজেলা বিআরডিবি মিলনায়তনে বেসরকারি সংস্থা রুপান্তরের উদ্যোগে দিন ব্যাপী অপরাজিতা প্রকল্পের সদস্যদের রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণে অভিজ্ঞ অপরাজিত সদস্যদের নেতৃত্ব বিকাশ , নেটওয়ার্কিং ও এ্যাডভোকেসী বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অপরাজিতার বরিশাল বিভাগীয় উপদেষ্টা ও মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা এনজিও সমন্বয়কারী ও সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম। সভাপতিত্ব করেন অপরাজিতার উপজেলা সাধারণ সম্পাদক সন্ধ্যা রাণী। প্রশিক্ষক ছিলেন রুপান্তরের বরিশাল বিভাগীয় সমন্বয়কারী নুর-ই- আজম হায়দারী এবং জেলা সমন্বয়কারী সীমা বিশ্বাস। প্রশিক্ষণের সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা সমন্বয়কারী মোঃ মিজানুর রহমান বাবু।
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।

Leave a Reply